কলকাতায় ৩৬ রাউন্ড গুলিসহ বাংলাদেশি আটক

গুলি বহনের অভিযোগে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দরের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। আটককৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ গোলাম হায়দার (৭১)। তাঁর বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে।

বিমাবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর এক কর্মকর্তা জানান, ওই বাংলাদেশির লাগেজ চেক-ইন এর সময় তাঁর ব্যাগ থেকে ৩৬ রাউন্ড .৩২ বোরের রিভলবারের গুলি উদ্ধার করা হয়।

জিঞ্জাসাবাদের একপর্যায়ে মোহাম্মদ গোলাম হায়দার জানান, তাঁর কাছে একটি রিভলবারের বৈধ লাইসেন্স আছে। আর সেটিতে ব্যবহারের জন্যই ওই গুলিগুলো তিনি নিয়ে যাচ্ছিলেন।

যদিও যথাযথ কর্তৃপক্ষকে তিনি তাঁর বক্তব্যের পক্ষে কোনো সঠিক কাগজ দেখাতে পারেননি। এ ছাড়াও তিনি গুলি বহনের বিষয়টি আগাম বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাননি।

নিষিদ্ধ অস্ত্র ও গোলাবারুদ বহনের অভিযোগে গোলাম হায়দারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনের ২৫ (১-এ) ধারায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *