দেশের শেয়ারবাজারে আগামীকাল বুধবার সাধারণ সময়ের চেয়ে আধা ঘণ্টা বেশি লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দুই স্টক মার্কেটেই লেনদেন ৩ টা পর্যন্ত চলবে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, আগামীকাল ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। সাধারণ সময়ে যা সাড়ে ১০ থেকে আড়াইটা পর্যন্ত হয়ে থাকে।ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।“ওই অনুষ্ঠানে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। আর ওই অনুষ্ঠানের কারণে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছ। উভয় স্টক এক্সচেঞ্জেই এই নির্দেশনা রয়েছে।”তবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আবারও আগের সময় অনুযায়ী লেনদেন হবে।