গায়েবী মামলা দিচ্ছে সরকার, অভিযোগ ফখরুলের

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ গাজীপুরে ১৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অনেকে দেশের বাইরে এবং হাসপাতালে থাকার পরও তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্রক্ষমতায় আসীন থাকার স্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের ও কারান্তরীণ করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, দেশের বাইরে থাকা এবং হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কাল্পনিক ও গায়েবী মামলা দায়েরের ঘটনায় এটি সুস্পষ্ট যে, সরকার সুপরিকল্পিতভাবে বিএনপি  নেতাকর্মীদের ওপর তীব্র জুলুম নির্যাতন চালিয়ে ২০১৪ সালের ৫ই জানুয়ারীর মতো আবারও একটি একতরফা নির্বাচন করতে চায়। কিন্ত জনগণের মিলিত ঐক্যে সেই স্বপ্ন আর কখনোই পূরণ করতে পারবে না সরকার। উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে গায়েবী, মিথ্যা ও সাজানো মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *