জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, সড়কে বিক্ষোভ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বাগোয়ান তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি চালিয়ে ৭টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, জামায়াত নেতা ফজলুল হক, মহিউদ্দীন, হাসাদ সরদার, নবী গাজী, মনোর উদ্দীন ও রবিউল ইসলাম। বিএনপি নেতাকর্মীরা হলেন, আশরাফুল আলম, আজিজুল মিস্ত্রি, সিরাত আলী, জহুরুল, সুজন আলী ও বানার শেখ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, ঘটনার সময় প্রায় দেড়শ জনের একটি দল বাগোয়ান মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ করে সাধারণ জন সাধারণের চলার পথে বাধা সৃষ্টি করছিলো।

সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে তারা পুলিশের সামনে ৫টি ককটেল বোমা বিস্ফোরণ করে পালিয়ে যেতে থাকে। তাদের ধাওয়া করে পরে ১৩ জনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *