পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি ট্রাক নদীতে পড়ে যাওয়ায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ব্রেকফেলের পর ট্রাকটি নদীতে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
গত সোমবার রাতে দেশটির মোপ্টি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, প্রাথমিকভাবে ২০ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এছাড়া জরুরি সহায়তা প্রদানকারী সংস্থাগুলো ৬৩ জনকে জীবিত উদ্ধার করেছে।
তদন্তের প্রাথমিক পর্যায়ে জানা গেছে, ব্রেক সিস্টেমের সঙ্গে যুক্ত একটি টেকনিক্যাল ত্রুটির কারণে এই নাটকীয় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।