নায়ক থেকে র‍্যাপার সিয়াম

প্রথম ছবি ‘পোড়ামন ২’ দিয়েই বাজিমাত করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এ ছবিটি এখনো দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে চলছে দ্বিতীয় সিনেমা ‘দহন’-এর শুটিং। এই ছবির মাধ্যমেই জনপ্রিয় এই নায়ককে পর্দায় দেখার পাশাপাশি তাঁর কণ্ঠও শুনতে পাবেন তাঁরা। শুটিং চলতি এই সিনেমার গানেও দেখা যাবে তাঁকে। ‘মাতাল’ শিরোনামের গানটির র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন সিয়াম। বৃহস্পতিবার গানটির র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন বলে তিনি জানান।

‘দহন’ ছবির মাতাল গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন আরিফ। সম্প্রতি এফডিসির কড়ইতলা ও টঙ্গীর এক বস্তিতে গানটির শুটিং শেষ হয়েছে।

এবারই প্রথম কোনো গানের অংশ হলেন সিয়াম। বললেন, ‘আমি শুটিংয়ের সময় মজা করে গুনগুন করে র‍্যাপ গাইছিলাম। তখন পরিচালকসহ অন্যরা সবাই বলছিল, তুমি তো তোমারটা নিজেই গাইতে পারো। এরপর সাহস করে গানের মধ্যে র‍্যাপ পার্টটা যেন আমি নিজেই গেয়ে ফেলি। আমি নিজে সব সময় নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এটাও সে রকম একটা চ্যালেঞ্জই বলতে পারেন। গানটির শুটিং হয়েছে অসাধারণ।’

‘দহন’ ছবির তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ‘পোড়ামন ২’ ছবির আলোচিত জুটি সিয়াম ও পূজা এবং ‘ছুঁয়ে দিলে মন’ ছবি দিয়ে আলোচিত মম। ঈদুল ফিতরের আগে নির্মাতা রায়হান রাফী ছবিটির শুটিং শুরু করেন। এখন চলছে শেষ মুহূর্তের শুটিং।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ বলেন, ‘আমার প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিকভাবে অনেক ছবি বানানো হয়েছে। তবে এ ছবিটি আগের সবগুলোর চেয়ে আলাদা। এই ছবিকে দেশের প্রতি আমার দায়বদ্ধতা বলতে পারেন। তাই কাস্টিংয়ে যেমন আমরা কোনো ছাড় দিইনি, তেমনি প্রপসসহ আনুষঙ্গিক সবকিছুতেই বাস্তবতা বজায় রাখতে চেয়েছি। ছবিটি মুক্তির পর এমন আরও অনেক কিছুই দর্শকেরা দেখবেন, যা আগে দেখেননি।’

‘দহন’ ছবিতে সিয়াম একজন বখাটে যুবকের চরিত্রে আর পোশাককর্মী হিসেবে থাকছেন পূজা। মম অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে। আবদুল আজিজ বলেন, ‘একজন বখাটে যুবক তার পরিবার, সমাজ ও দেশের জন্য কতটা দুঃখ-দুর্দশা বয়ে আনতে পারে, তা তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের এই ছবিতে। আমি বিশ্বাস করি, ছবিটি দেখার পর বাংলাদেশের তরুণেরা আর বখাটেপনা করার সাহস পাবে না। আর যারা বখাটে, তারা সে পথ থেকে ফিরে আসতে চেষ্টা করবে, এমনকি নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *