দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দিবাগত রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ বেশ কিছু ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সামরিক একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইসরাইল থেকো চালানো ক্ষেপণাস্ত্র হামলা শনিবার রাতে মোকাবিলা করেছে সিরিয়া। এতে রাতের আকাশে একটি বিস্ফোরণের দৃশ্য সম্বলিত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শহরের আলোক রাতের আকাশে ছড়িয়ে পড়লেও বিস্ফোরণের আলো আকাশকে আলোকিত করেছে। তবে এ হামলা সম্পর্কে বিস্তারিত জানানো হয় নি। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক বিকট শব্দ শুনতে পেয়েছেন।এরপর বেশ কিছু ছোট আকারের বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে তারা বলেছে, তাদের শত্রুদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধে সামরিক পদক্ষেপ ব্যবহার করবে ইসরাইল। এ মাসের শুরুর দিকে ইসরাইলি সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছিলেন, তাদের সেনারা সিরিয়ার দুই শতাধিক স্থানে টার্গেট করে হামলা চালিয়েছে। এর উদ্দেশ্য ছিল সিরিয়াকে দেয়া ইরানের অস্ত্রশস্ত্র ও অন্যান্য স্থাপনা। আগস্টের শেষের দিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ সিরিয়াকে অস্ত্র সরবরাহ দেয়াসহ অন্যান্য বিষয়ে শক্তিশালী ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। ইরান ও সিরিয়া একটি সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরের পর এমন বক্তব্য দিয়েছিলেন নেতানিয়াহু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *