আমার চৈতালি দুপুর

আমার চৈতালি দুপুর

লেখিকা- শারমিন

 

ও আমার চৈতালি দুপুর

আমার মনটা বড্ড বেশী এলোমেলো

পথে প্রান্তরে ঘুরি আমি

দিক থেকে দ্বিগলয়ে ছুটে চলি ।

এ নয় আমার শখের ভ্রমণ

খুঁজে ফিরি এক নতুন ঠিকানা

জানিনা ভুল পথের দিশারী কিনা ।

 

নীল রঙা দুঃখ নিয়ে

তোমার তপ্ত রোদে পুড়েছি বহুদিন

তবু এই ঠোঁট চাপা হাসি হাসে

দু’চোখে স্বপ্ন ভাসে ।

হোটেলের সস্তা আহারে আজ ভরেনা রুচি

কতদিন কব্জি ডুবাই না

মায়ের মাখানো ভাতে ,

কতদিন পাইনা প্রিয়জনের

স্নেহ মাখা আলিঙ্গন ।

 

দু’চোখ শান্ত বড়, তবু দিবা –রাত্রি

প্রতীক্ষা লুকিয়ে থাকে নিজেরই ভেতর ।

তাই হয়তো অলস ঘুমগুলো আজ নিরুদ্দেশ

তবুও ঘুরে ফিরে এই জীবনটা যাচ্ছে কেটে বেশ ।

 

 

মাঝে মাঝে আবার মধ্য রাত্রে

আকস্মাৎ জ্যোৎস্না নিয়ে মেতে উঠি

পুরো পৃথিবীটাকে তখন মনে হয় পুস্পকুমারী ।

মনে হয় তখন ছিঁড়ে-ছুঁড়ে ফেলে দেই

আমার একাকীত্বের সমস্ত দর্শন

মনে হয় ফিরে যাই –যেখানে আমার চেনা ভূবন ।

কিন্তু এখন তাতো আর সম্ভব নয়

বহু পথ পাড়ি দেয়ার এখনো যে রয়েছে বাকি

কেননা এই লড়াই যে একান্তই আমার

এই লড়াই যে আমার একান্তই নিজের ।

তাই অসহায় শিশুর মত

হামাগুড়ি দিয়ে উঠে দাড়াই

অসমাপ্ত কাজের মাঝে

আবার অঙ্গুলি বুলাই ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *