২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত শনিবার (১৩ অক্টোবর) এই বৈঠক ডাকা হলেও পরে তা স্থগিত করা হয়।
সূত্র বলছে, সম্প্রতি গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।