টিম পেইনকে বিশ্রাম দিয়ে অ্যারন ফিঞ্চকে ওয়ানডে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মূলত পেইনকে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফিঞ্চ বর্তমানে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ানডেতে তার সহকারী হিসেবে অ্যালেক্স ক্যারি ও জস হ্যাজেলউডকে রাখা হয়েছে।
চলতি বছর অভিষেকের পর অস্ট্রেলিয়ার জার্সিতে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন অ্যালেক্স ক্যারি। উইকেটের পেছনের দায়িত্বেও থাকবেন এই বাম-হাতি এই ব্যাটসম্যান। অন্যদিকে পেস বোলার জস হ্যাজেলউড আট মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া প্রধান নির্বাচক ট্রেভর হন্স জানান, ফিঞ্চ, ক্যারি, জশ ওয়ানডে দলকে সামলাবেন। এবং পেইন সম্পূর্ণরূপে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার সাথে হোম সিরিজে মার্কাস স্টেইনস ও প্যাট কামিন্সকে দলে নেয়া হয়েছে।
আগামী ৪ নভেম্বর প্রোটিয়াদের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ ও ১১ নভেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।
আগামী বছরের অ্যাশেজ সিরিজ ও বিশ্বকাপকে মাথায় রেখে এখনই থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), অ্যাশটন আগর, প্যাট কামিন্স, নাথান কোল্টার-নাইল, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডি আর্সি শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টেইনস, অ্যাডাম জ্যাম্পা