মাত্র তিন ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক

টিম পেইনকে বিশ্রাম দিয়ে অ্যারন ফিঞ্চকে ওয়ানডে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মূলত পেইনকে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফিঞ্চ বর্তমানে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ানডেতে তার সহকারী হিসেবে অ্যালেক্স ক্যারি ও জস হ্যাজেলউডকে রাখা হয়েছে।
চলতি বছর অভিষেকের পর অস্ট্রেলিয়ার জার্সিতে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন অ্যালেক্স ক্যারি। উইকেটের পেছনের দায়িত্বেও থাকবেন এই বাম-হাতি এই ব্যাটসম্যান। অন্যদিকে পেস বোলার জস হ্যাজেলউড আট মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া প্রধান নির্বাচক ট্রেভর হন্স জানান, ফিঞ্চ, ক্যারি, জশ ওয়ানডে দলকে সামলাবেন। এবং পেইন সম্পূর্ণরূপে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার সাথে হোম সিরিজে মার্কাস স্টেইনস ও প্যাট কামিন্সকে দলে নেয়া হয়েছে।
আগামী ৪ নভেম্বর প্রোটিয়াদের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ ও ১১ নভেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।
আগামী বছরের অ্যাশেজ সিরিজ ও বিশ্বকাপকে মাথায় রেখে এখনই থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), অ্যাশটন আগর, প্যাট কামিন্স, নাথান কোল্টার-নাইল, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডি আর্সি শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টেইনস, অ্যাডাম জ্যাম্পা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *