যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে একটি প্রাইভেট এয়ারস্ট্রিপ থেকে প্লেন চুরির দায়ে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় ইউটাহ’র ভারনাল রিজিওনাল এয়ারপোর্টের পার্শ্ববর্তী এলাকায় প্লেনটি অবতরণের পর তাদের গ্রেপ্তার করা হয়।
ইউইনটাহ কাউন্টি শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএসএ টুডে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে শেরিফের কার্যালয় জানায়, ঘটনার দিন তারা এয়ারস্ট্রিপটির পাশে একটি ট্র্যাক্টর দেখতে পায়। তারা প্রথমে এই ট্রাক্টরে উঠে পাশে থাকা ‘ফিক্সড-উইং, সিঙ্গেল ইঞ্জিনের প্লেনে’ ঢুকে সেটি চুরি করে।
গ্রেপ্তারকৃত দুই কিশোরের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।