ফ্রান্সের সম্মানসূচক পুরস্কার হারাতে পারেন সু চি

ফ্রান্সের রাজধানী প্যারিস শহর থেকে অং সান সু চিকে দেয়া সম্মানসূচক ‘ফ্রিডম অব প্যারিস অ্যাওয়ার্ড’ কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। শুক্রবার শহরটির মেয়রের একজন মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সেনা অভিযানের বিরুদ্ধে সোচ্চার হতে সু চি ব্যর্থতার পরিচয় দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর এনডিটিভির।

ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমারে বেশ কয়েক ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতা এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দ্বারা নিপীড়নের কারণে মেয়র অ্যানি হিদালগো ওই পুরস্কার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে যুক্তরাজ্যের গ্লাসগো, এডিনবার্গ এবং অক্সফোর্ড শহর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। তবে মিয়ানমারের কার্যত নেত্রী সু চির কাছ থেকে যদি ফ্রিডম অব প্যারিস অ্যাওয়ার্ড কেড়ে নেয়া হয়, তাহলে তিনিই হবেন এই পুরস্কার হারানো প্রথম ব্যক্তি।

মেয়রের মুখপাত্র বলেন, চলতি মাসের মাঝামাঝি সিটি কাউন্সিলের এক বৈঠকে সু চির পুরস্কার প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শান্তিতে নোবেলজয়ী সু চিকে একসময় গণতন্ত্রের প্রতীক মনে করা হতো। কিন্তু রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযানের সময় তার নিষ্ক্রয়তার জন্য ব্যাপকভাবে সমালোচনা শিকার হন সু চি।

উল্লেখ্য, ইতোমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার ঘটনায় নিষ্ক্রয়তার কারণে সু চিকে দেয়া কানাডার সম্মানজনক নাগরিকত্ব এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘অ্যাম্বাসেডর অব কনসায়েন্স অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *