ডিম ও দুধ উৎপাদন বাড়াতে ৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের ক্রমবর্ধমান ডিম, মাংস ও দুধের চাহিদা পূরণ এবং এর মাধ্যমে নাগরিকদের পুষ্টি গ্রহণ বৃদ্ধিতে বিশ্ব ব্যাংক প্রাণিসম্পদ ও ডেইরি পণ্যের উন্নয়নে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেবে।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, এই প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে ২ মিলিয়ন ছোট পরিবারভিত্তিক কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষিপণ্যভিত্তিক উদ্যোক্তার পণ্যের প্রসার ও বাজার সুবিধার সৃষ্টি হবে।
বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান বলেন, প্রাণিসম্পদ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশ তার জনগণের খাদ্য চাহিদা পূরণে সক্ষম হবে। এতে পল্লী অঞ্চলে নারী, যুবক ও অস্বচ্ছলদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
প্রাণিসম্পদ খাতে রয়েছে মোট শ্রমশক্তির ১৪ শতাংশ। কিন্তু পল্লীর ৭০ শতাংশ পরিবার এই প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত।
বিশ্বব্যাংক আরও জানায়, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে বছরে ১.৫ বিলিয়ন ডিম, ০.৫ মিলিয়ন টন মাংস ও ৫.৯ মিলিয়ন টনেরও বেশি দুধের ঘাটতি দেখা দিতে পারে।
এদিকে ২০১৫-’১৬ বছরে ডেইরি পণ্যের আমদানি ২৪৮.৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *