প্রকাশিত হলো কন্ঠশিল্পী রুমী আজনবী’র নজরুল সঙ্গীতের অ্যালবাম “স্বদেশ আমার”

গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় ধানমন্ডি ক্লাব ভিআইপি লাউঞ্জে লেজার ভিশনের আয়োজনে ও আজনবী সঙ্গীত একাডেমী সমাজ উন্নয়ন সংস্থা নিবেদিত কন্ঠশিল্পী রুমী আজনবী’র নজরুল সঙ্গীতের অ্যালবাম “স্বদেশ আমার” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী খিলখিল কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক জনাব মো ঃ আব্দুর রাজ্জাক ভূইয়া, বিশিষ্ট সংস্কৃতিসেবী ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক গানবন্ধু গোলাম ফারুক ও শিল্পী রুমী আজনবীসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম , সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব রফিক সুলায়মান। পুরো অনুষ্ঠানের মাঝে মাঝে শিল্পী সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।
উল্লেখ্য, অ্যালবামটির গানগুলির সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটিতে নজরুলের মোট ১০ টি জনপ্রিয় গান রয়েছে। উল্লেখযোগ্য গানগুলি হলো- স্বদেশ আমার জানিনা তোমার, আজো ফোটেনি কুঞ্জে মম, এলো ঐ বনান্তে পাগল, বল সখি বল ওরে, পরজনমে যদি আসি ইত্যাদি।
অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী রুমী আজনবী বলেন- আমি চেষ্টা করেছি নজরুল ভক্ত-শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দিতে, আশা করি সব ধরনের শ্রোতাদের কাছে গানগুলি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *