’মানবতার জন্য শিশু’ আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছে বাংলাদেশি শিশু সাইয়েদ মোহাম্মদ জারিফ সালেহ। প্রতিযোগিতায় থাইল্যান্ড ও বলিভিয়ার ২জন শিশু দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। জাতিসংঘের তথ্য সেবা শাখার পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের এই প্রতিযোগিকে। জাতিসংঘের তথ্য সেবার বরাত দিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। প্রতিযোগিতায় সারা বিশ্বের ১৭ হাজারের বেশি শিশু অংশ নিয়েছিল। বাংলাদেশকে অনন্য গৌরব এনে দেওয়া শিশু সালেহ স্কলাস্টিকা স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে পুলিশ সুপার আবু রায়হান মোহাম্মদ সালেহ ও ইঞ্জিনিয়ার নিশাত নাজ সিদ্দিকি দম্পতির প্রথম সন্তান।