একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয়ের পর আজ সোমবার সিরিজ বৈঠক আহ্বান করেছে বিএনপি।বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় একই স্থানে বৈঠক হবে ২০দলীয় জোট নেতাদের।রোববার রাতে আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভয়াবহ বিপর্যয় এবং আগামীদিনের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।২৯৯টি আসনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট শেষ খবর পাওয়া পর্যন্ত আটটি আসনে জয়লাভ করে। জাতীয় ঐক্যফ্রন্ট বিকেলে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান। তারপরই দলীয় বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।