বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ শুরু হয়েছে। প্রথমে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে শপথ বাক্য পড়েন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।