ডি ভিলিয়ার্স আসছেন আগামীকাল

এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। তবে হার-জিতের সংখ্যায় জয়ে বেশ পিছিয়ে গেলবারের চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে। জিতেছে দুটিতে। টুর্নামেন্ট শুরুই করেছিলো রংপুর হার দিয়ে। মাঝে দুটি ম্যাচ জিতেছে। যে কারণে খুব একটা সুখকর স্মৃতি নিয়ে সিলেট পর্ব শুরু করতে পারছেন না রংপুর। ক্রিস গেইলের ফর্মহীনতাও ভাবিয়ে তুলছে গতবারের চ্যাম্পিয়নদের।এরমাঝে দলটির জন্য স্বস্তির খবর সিলেট পর্বে রংপুর রাইডার্সকে ভরসা দিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। প্রথমবারের মতো এবারের বিপিএলে খেলবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। রংপুরের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আগামীকাল সিলেট আসছেন ডি ভিলিয়ার্স। সিলেট পর্বে খেলবেন দলের দ্বিতীয় ম্যাচে, সিলেটের বিপক্ষে শনিবার।
সন্দেহ নেই ডি ভিলিয়ার্স দলে যোগ দেয়ার পর রংপুর রাইডার্সের ব্যাটিং শক্তি অনেক বাড়বে। একাদশে ডি ভিলিয়ার্স আছেন; এই তথ্যটাই যে প্রতিপক্ষকে টেনশনে ফেলে দেয়ার জন্য যথেষ্ট। এদিকে রংপুর রাইডার্স সিলেট সফরে এখন থাকছে শহরের দরগা গেটের কাছের একটা ফোর স্টার হোটেলে। তবে ডি ভিলিয়ার্স দলে যোগ দেয়ার পর পুরো দল চলে আসবে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট হোটেলে। সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবলে বিলাসবহুল পাঁচতারকা এই হোটেলেই আতিথেয়তা নেবেন ওয়ানডেতে ৩১ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া ডি ভিলিয়ার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *