এক বছরে চীনে জনসংখ্যা বেড়েছে প্রায় দেড় কোটি

গত বছরে চীনে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এক কোটি ৫২ লাখ ৩০ হাজার। তা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল এ দেশটিতে জন্মহার আগের তুলনায় কমেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার বলেছে, ২০১৮ সালে চীনের জনসংখ্যা ছিল ১৩৯ কোটি ৫০ লাখ। আর জন্মহার শতকরা ৩.৮১ ভাগ। সেখানে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা ৩ কোটি বেশি। এমন অবস্থা হয়েছে সেখানে এক-শিশু নীতি। এর ফলে সেখানকার পরিবারগুলো ছেলে সন্তানের দিকে ঝুঁকে পড়ে। সরকার ধারণা করছে, ২০২৯ সালের মধ্যে চীনের জনসংখ্যা দাঁড়াতে পারে ১৪৪ কোটি ২০ লাখ।সেখানে প্রবীণের সংখ্যা বাড়ছে। তাদের দেখাশোনা করবে কে তা নিয়ে সরকারি পর্যায়েই উদ্বেগ দেখা দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *