ফেব্রুয়ারিজুড়ে তারকাদের ছবি

মাসের হিসাব করলে অল্প দিনের মাস ফেব্রুয়ারি। তবে ২৮ দিনের এই মাসে শুক্রবার আছে চারটি। এই চার শুক্রবারেই নতুন ছবি মুক্তির হিড়িক পড়েছে। বছরের প্রথম মাসে বড় তারকাদের ছবি না থাকলেও আসছে ফেব্রুয়ারিতে চলচ্চিত্রের প্রথম সারির তারকাদের অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। মোটকথা, নতুন ছবির মাস হিসেবে আসছে ফেব্রুয়ারি।

এর মধ্যে মাসের প্রথম দিন মুক্তি পাবে গোলাম মোস্তফা পরিচালিত ‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার নিয়মিত অভিনেতা সাব্বির আহমেদ ও বীথি রানী সরকার। আরও আছেন প্রিন্স শুভ, খায়রুল আলম সবুজ, কাজী রাজু, মাহমুদুল হক মিঠু, ফারুক কাদেরীসহ অনেকে। ছবিটির অভিনেতা সাব্বির আহমেদ জানালেন, এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি।পরের সপ্তাহ, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি মুক্তির মিছিলে আছে চলচ্চিত্র অভিনেতা বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও আঁচল অভিনীত ‘দাগ হৃদয়ে’[ ছবিটি। ত্রিভুজ প্রেমের এই ছবিটি পরিচালনা করেছেন তারেক শিকদার। ছবিটির মাধ্যমে অনেক দিন পর বড় পর্দায় আসছেন অভিনেত্রী আঁচল। এ কারণে ছবিটি নিয়ে তিনি উচ্ছ্বসিত। বললেন, ‘ছবিটি যদি সবাই পছন্দ করেন এবং ব্যবসাসফল হয়, তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।’ ছবিটি নিয়ে অন্য অভিনয়শিল্পীদের প্রত্যাশা রয়েছে।

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের পরদিনই শুক্রবার। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি। এদিন মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি। ছবিটির শুটিং শুরু হয়েছিল গত বছরের শেষ দিকে। দ্রুত সময়ের মধ্যে ছবিটির নির্মাণকাজ শেষ করেছেন নির্মাতা শামীম আহমেদ। গতকাল তিনি জানালেন, পুরো ছবির শুটিং শেষ হয়েছে। বাকি রয়েছে দুটি গানের শুটিং। ২৬ জানুয়ারি ঢাকার বিভিন্ন জায়গায় হবে গান দুটির শুটিং। সব শেষ করে ১ ফেব্রুয়ারি সেন্সরে জমা দেওয়া হবে ছবিটি। তারপরই দর্শকের সামনে আসবে শাহেনশাহ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে এই সপ্তাহে মুক্তি পাবে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি। ভাষা আন্দোলনের ওপর নির্মিত এই ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, সাজু খাদেম প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে দুই দিন আগে। তারপর থেকেই এটি নিয়ে চলছে আলোচনা। ছবিটির মুক্তি নিয়ে পরিচালক তৌকীর আহমেদ বললেন, ‘ইচ্ছা ছিল আগের সপ্তাহে মুক্তি দেওয়ার। কিন্তু সেটা পারছি না। এ কারণে এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি।’

মাসের শেষ সপ্তাহে মুক্তি পাবে বদিউল আলম পরিচালিত ‘অন্ধকার জগৎ’ ছবিটি। ছবিটিতে অভিনয় করেছেন ডি এ তায়েব ও মাহিয়া মাহি। ছবিটি নিয়ে ডি এ তায়েব বললেন, ‘ছবিটি আরও আগেই মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বেশ কিছু জটিলতায় দেওয়া হয়নি। এবারের তারিখটি চূড়ান্ত করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে ফেব্রুয়ারিতে আরও কয়েকটি ছবির মুক্তির পরিকল্পনা করেছেন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তবে চূড়ান্ত না হওয়ায় এখনই নাম বলতে আগ্রহী নন তাঁরা। মাসের শেষ সপ্তাহে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিটি মুক্তি পেতে পারে। এতে অভিনয় করেছেন অভিনেতা তাহসান খান ও কলকাতার শ্রাবন্তী। তবে ছবিটির সবশেষ অগ্রগতি নিয়ে পরিচালক বললেন, ‘আমরা কাল–পরশু সেন্সরে জমা দেব। তারপরই চূড়ান্ত হবে মুক্তির তারিখ। হয়তো ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের শুরুতে মুক্তি পাবে ছবিটি।’সব মিলিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য জমজমাট মাস অপেক্ষা করছে। সিনেমাসংশ্লিষ্ট লোকজন মনে করছেন, এভাবে প্রতি মাসে সিনেমা মুক্তি পেলে আবারও হলমুখী হবেন দর্শক। কারণ, সবার ধারণা, ভালো ছবির দর্শক এখনো অপেক্ষায় থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *