মা-বোনকে নিয়ে কোর্টে শিল্পা

১৯৯৩ সালের ‘বাজিগর’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিল্পা শেঠি । সেখানে শাহরুখ খানের বিপরীতে একটি ছোট চরিত্রে অভিনয় করেই সকলের নজর কেড়েছিলেন। তার পরে গোবিন্দ, অক্ষয় কুমার, সালমান খানের সঙ্গে একের পর এক হিট ছবি করেন এই অভিনেত্রী। ২০০৭ সালে ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির পর আর সে ভাবে সিলভার স্ক্রিনে দেখা যায়নি শিল্পাকে। ইতিমধ্যে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করে আইপিএল-এর বেশ কিছু জটিলতায় ফেঁসেও যান বলিউড এই অভিনেত্রী। সম্প্রতি আবারও এমনই এক অভিযোগ এসেছে শিল্পা শেঠির নামে। তার সঙ্গে এবার নাম জড়িয়েছে অভিনেত্রীর মা সুনন্দা শেঠি ও বোন শমিতা শেঠিরও। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এক গাড়ি বিক্রেতাই এমন অভিযোগ এনেছেন শিল্পা ও তার পরিবারের বিরুদ্ধে।ফরহাদ নামে সেই ব্যবসায়ীর কথা অনুযায়ী, শিল্পার বাবা তার কাছ থেকে ২১ লাখ টাকা ধার নিয়েছিলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে সুদ-সহ সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। ফরহাদ আরও জানান যে, শিল্পার বাবা, সুরেন্দ্র শেঠির সঙ্গে তার সম্পর্ক খুবই ভাল ছিল। সেই টাকাটা তিনি চেকের মাধ্যমে দিয়েছিলেন সুরেন্দ্র শেঠিকে তার কোম্পানি ‘করগিফসস’-এর নামে। সুরেন্দ্র শেঠির সঙ্গে তার স্ত্রী ও দুই মেয়েও এই কোম্পানির পার্টনার বলে জানান ফরহাদ। ফরহাদ জানান, তার টাকা ফেরত চাইতে গেলে, শিল্পা ও পরিবার সেই ঋণের কথা অস্বীকার করেন। প্রসঙ্গত, সুরেন্দ্র শেঠির মৃত্যু হয় ২০১৬ সালের অক্টোবর মাসে। স্বাভাবিক ভাবেই, আইনের দ্বারস্থ হয়েছেন ফরহাদ। চলতি মাসের ২৯ তারিখ আদালতে হাজিরা দিতে হবে শিল্পা শেঠিকে। সঙ্গে তার মা ও বোনকেও থাকতে হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *