ধর্ষণের অভিযোগ উঠলো মার্কিন র্যাপার ও গায়ক ক্রিস ব্রাউনের বিরুদ্ধে। নাইট ক্লাবে পরিচয়ের পর হোটেলে নিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি। তাকে এখন জিজ্ঞাসাবাদ করেছে ফ্রান্স পুলিশ। ভুক্তভোগী তরুণীর দাবি, গত সপ্তাহে প্যারিসের ম্যান্দারিন ওরিয়েন্টাল হোটেলের কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছেন ক্রিস। আর এ সময় ক্রিসকে সহযোগিতা করেন তার দেহরক্ষী ও এক বন্ধু। সূত্র জানিয়েছে, ধর্ষণ ছাড়াও মাদক সেবন প্রসঙ্গে ক্রিস ব্রাউনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ২৪ বছরের ওই যুবতীর সঙ্গে ক্রিসের পরিচয় হয় চ্যাম্পস-এলিসেস নামের একটি নাইটক্লাবে। পরে হোটেলকক্ষে যান তারা।সেখানেই তাকে ধর্ষণ করেন ক্রিস।