নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের লজ্জার হার

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের ব্যবধানে লজ্জার হার দেখেছে ভারত। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়ে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করে মাত্র ৯২ রানে অলআউট হয় সফরকারী ভারত । ভারতের ওয়ানডে ইতিহাসে এটি ছিল সপ্তম সর্বনিন্ম স্কোর। জবাবে মাত্র ১৫ ওভার ব্যাটিং করে আট উইকেটের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা। ভারতের ইনিংস একাই গুড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের বাহাতি পেসার ট্রেন্ট বোল্ট । ১০ ওভার বোলিং করে ২১ রানের বিনিময়ে বোল্ট নিয়েছেন পাঁচটি উইকেট। নিউজিল্যান্ডের জার্সি গায়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি পাঁচবার ৫ উইকেট নেওয়ায় রিচার্ড হ্যাডলির পাশে বসলেন বোল্ট।
এই দুর্দান্ত বোলিং করে পেয়েছেন ম্যাচসের পুরষ্কার। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ দুই ম্যাচের জন্য বিশ্রামে রাখা হয় ভারতের অধিনায়ক বিরাট কোহলিসহ মহেন্দ্র সিং ধোনিকে। বুধবার দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। ম্যাচের ষষ্ঠ ওভারে শিখর ধাওয়ানের উইকেট তুলে নেন বোল্ট। এক ওভার পরেই আবার তুলে নেন রোহিত শর্মার উইকেট। ১১তম ওভারে কলিন ডি র্গ্যান্ডহোমের জোড়া আঘাতে আরও ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন। ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার র্গ্যান্ডহোম ম্যাচে। যুজবেন্দ্র চাহালের করা ১৮ রান ছিল ভারতের এই ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস । চাহাল ছাড়া কেবল দুই অঙ্কের রানের কোঠা ছুতে পেরেছেন ধাওয়ান (১৩), হার্দিক পান্ডিয়া (১৬) ও কুলদীপ যাদব (১৫)। সহজ লক্ষ্যে ৪০ রানের মধ্যে দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। ৩৯ রানের মধ্যে মার্টিন গাপটিল (১৪) ও কেন উইলিয়ামসন (১১) সাজঘরে পাঠান ভুবেনেশ্বর কুমার। রস টেলর (৩৭*) ও হেনরি নিকোলসের (৩০*) অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় তারা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ পিছিয়ে নিউজিল্যান্ড। আগামী তিন ফেব্রুয়ারি ওয়েলিংটনে শেষ ওয়ানডে-তে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *