অস্বাভাবিক মৃত্যু হলো ভারতের টেলিভিশন অভিনেতা রাহুল দীক্ষিতের। পুলিশ মুম্বইয়ের ফ্ল্যাট থেকে রাহুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন রাহুল। তবে কি কারণে করেছেন তা পরিস্কারভাবে জানা যায়নি। জয়পুরের ছেলে রাহুল অভিনয়ের স্বপ্ন নিয়ে বছর কয়েক আগে মুম্বইয়ে যান। সেখানে বান্ধবী প্রিয়ার সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্কে ছিলেন। প্রিয়া পুলিশকে জানিয়েছেন, বুধবার ভোর চারটে নাগাদ ঘুম ভেঙে রাহুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে ওই একই বাড়িতে থাকা বাকি বন্ধুদের খবর দেন তিনি।
সকলে রাহুলকে দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রাহুল মদ্যপানে আসক্ত ছিলেন। তা নিয়ে বান্ধবীর সঙ্গে প্রায় প্রতিদিনই বাকবিতণ্ডা হত। সেই অশান্তি চরমে পৌঁছায় বলেই পুলিশের ধারণা। সে কারণেই রাহুল আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের।