অপূর্ব খন্দকার পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার হলেও প্রচ্ছদ শিল্পে বিশেষ ভুমিকা রাখছেন।এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে প্রচ্ছদ শিল্পী অপূর্ব খন্দকার ৩৫টি বইয়ের প্রচ্ছদ। বইগুলো বিভিন্ন প্রকাশনি থেকে মেলায় এসেছে।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে-জনপ্রিয় কথাসাহিত্যিক আলী ইমামের ‘এক যে ছিল’, আহমেদ ইউসুফ সাবেরের উপন্যাস ‘ফিরে আসা যায় না’, রানা জামানের ‘বঙ্গবন্ধু ধ্রবতারা’, সাংবাদিক রাশেদ রাব্বি’র প্রবন্ধ ‘নিষিদ্ধ’ ও সাংবাদিক রেজাউর রহমান রিজভি’র দুইটি গ্রন্থ ‘তিনটি টেলিভিশন নাটক’ ও ‘ভালোবেশে চলে যেতে নেই’। বইগুলো বাংলাদেশ রাইটার্স গিল্ট ও দোয়েল প্রকাশনি সহ অন্যান্য প্রকাশনি থেকে প্রকাশিত হচ্ছে।
২০১২ সাল থেকে তিনি নিয়মিত ভাবে বইমেলায় বিভিন্ন প্রকাশনি ও ব্যক্তি পর্যায়ে প্রচ্ছদ ডিজাইন করে যাচ্ছেন। তার করা প্রচ্ছদগুলো লেখক ও পাঠক মহলে বেশ প্রশংসিত ও আলোচিত হচ্ছে। ২০১৫ সালে প্রচ্ছদ শিল্পে বিশেষ অবদনের জন্য বাংলাদেশ রাইটার্স গিল্ট থেকে তাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।