‘গন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ শ্লোগানে গণগ্রন্থাগার অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় কক্সবাজারে ২য় জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ গতকাল পালিত হয়েছে।
জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত দিবসের শুরুতে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র্যালি বের হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহম্মদ আশরাফ হোসেন প্রধান অতিথি ছিলেন।
জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ঋষিকেশ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ছড়াকার আহসানুল হক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মহিউদ্দিন খান আলমগীর, ট্রাফিক পুলিশ কর্মকর্তা বাবুল চন্দ্র বনিক ও ডেইলি স্টারের কক্সবাজারস্থ প্রতিবেদক মুহাম্মদ আলী জিন্নাত।