ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পরে ম্যানচেস্টার সিটি। পিছিয়ে পরেও শেষ পর্যন্ত সোয়ানসি সিটির বিপক্ষে ৩-২ গোল জয় পেয়েছে সিটিজেনরা। কোচ পেপ গার্দিওলার অধীনে এই প্রথমবারের মতো দুই বা তার অধিক গোলে পিছিয়ে পরেও জয় পেয়েছে ম্যানসিটি। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কোচ গার্দিওলার শিষ্যরা।
সোয়ানসির ঘরের মাঠ লিভারটি স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে পিছিয়ে পরে ম্যানসিটি।
পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার ম্যাট গ্রিমেসের। ম্যাচের ২৯ তম মিনিটে ব্যারসান্ট সেলিনার গোলে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে পিছিয়ে থাকা সিটিজেনরা ম্যাচের ফিরে ৬৯ তম মিনিটে। পর্তুগিজ মিডফিল্ডার বারনার্দো সিলভা গোলে ব্যবধান কমান।
ম্যাচের ৭৮ তম মিনিটে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার আগুয়েরোর পেনাল্টি কিক ক্রসবারে লেগে ফিরে আসার সময় সোয়ানসির গোলরক্ষক ক্রিস্টোফার নর্ডফেল্টের পায়ে লেগে বল নিজেদের জালে জড়ান। এ গোলে সমতায় ফিরে ম্যানসিটি। আর শেষ ম্যাচের ৮৮ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে জয় নিশ্চিত করে কোচ গার্দিওলার দল।