প্রিন্স,স্বদেশ নিউজ২৪ঃ মগবাজার মোড়ের অধিকাংশ রিকশাওয়ালাদের মনে লেগেছে বসন্তের হাওয়া । মগবাজারের আসে পাশে একটু হাটা হাটি করলেই দেখা যাবে “আবার বসন্ত” সিনামটির বসন্ত তাদের শরীর জুড়ে । রিকশাওয়ালাদের গায়ে লেগেছে ‘আবার বসন্ত’ ছবির টিশার্ট। কয়েক জন রিকশাওয়ালা কাছে জানতে চাইলে একজন বলেন, কিছু লোক এসে আমকে এই গেঞ্জীটা পরিয়ে দিলো । আমারও ভালো লাগছে নতুন একটা গেঞ্জী পেলাম, ভাবছি এটা আমার একটা ছেলে আছে ওরে দিব । নতুন গেঞ্জী পেলে খুশি হবে।
আর একজন রিকশাওয়ালা বলে , সিনামার মানুষ গুলো ভালো গরীবদের ঈদ উপলক্ষে গেঞ্জি দিয়েছে , শুনেছি সিনামাটা নাকি বাবাকে নিয়ে করেছে ভাবছি এই কয়দিন টাকা জমাইয়া , আমার বউরে নিয়ে ঈদের দিন হলে গিয়ে দেখতে যাব । কিন্তু আমাই জানি না কোন হলে গিয়ে দেখা যাবে । পরে স্বদেশ নিউজ২৪ তাকে জানায় যে, বলাকা হলে দেখতে পারবেন । সে শুনে স্বদেশ নিউজ২৪কে ধন্যবাদ দেন।
এ বিষয়ে পরিচালক অনন্য মামুনের এই রকম ব্যতিক্রম ধর্মীয় প্রচারণায়, মিডিয়া পারায় বেশ আলোচনায় এসেছেন ‘অনন্য মামুন বলেন এটা আমাদের মার্কেটিং পলিসি। আবার বসন্তের ১০০০ গেঞ্জি এখন ঢাকা শহরের রিকশাওয়ালা ভাইদের গায়ে। এ জন্য আমি লাইভ টেকনোলজিসকে ধন্যবাদ জানাই।’
বেশ কিছুদিন ধরেই প্রচার প্রচারণা চালিয়ে আসছে ‘আবার বসন্ত’ ছবির টিম। অনন্য মামুন পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও স্পর্শীয়া। আগামীকাল আসছে ” আবার বসন্ত ” এর অফিসিয়াল ট্রেলার।
‘জীবনের উজ্জ্বল বসন্তগুলো আমার সন্তানদের দিয়েছি। এই শেষ বসন্তে এসে কেন আমি নিজের মতো করে বাঁচতে পারব না?’ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে আসা এক বৃদ্ধের এই আকুতি মনে দাগ কেটে যায়। ২৫ বছর বয়সী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে প্রেমের কারণে ষাটোর্ধ্ব তারিক আনাম খানকে নাজেহাল হতে হয় পরিবারে, শেষ পর্যন্ত মামলা গড়ায় আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে নিজের একাকিত্বের গল্প বলে জানতে চান, কেন তিনি নিজের মতো করে বাঁচতে পারবেন না। আর এই ঘটনার বর্ণনা পাওয়া যায় অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির ট্রেলারে। এখন আর ট্রেলার নয়, কয়েক দিনের অপেক্ষা শেষে পুরো ছবিটিই দেখতে পারবেন দর্শকেরা।
“আবার বসন্ত” সিনামটির,পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও তিনি নিজেই লিখেছেন। ‘আবার বসন্ত’ ছবিতে তারিক আনাম-স্পর্শীয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইমতু রাতিশ, মুকিত, আনন্দ খালিদসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।
বিনোদন ডেস্ক/ স্বদেশ নিউজ২৪