বাংলা থেকে বাঙালিদের এখন হটাতে চাইছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা থেকে বাঙালিদের এখন হটাতে চাইছে বিজেপি। বাংলায় (পশ্চিমবঙ্গ) থাকতে হলে বাংলা ভাষায় কথা বলতেই হবে।’ গতকাল শুক্রবার বিকেলে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ায় এক সভায় এসব কথা বলেন মমতা। সেখানে তাঁর বক্তৃতার পুরোটা জুড়েই ছিল বিজেপির তীব্র সমালোচনা।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ব্যাপক পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দলকে পুনর্গঠিত করার লক্ষ্য নিয়ে নেমেছেন রাজনৈতিক ময়দানে। করছেন দলীয় কর্মী–সমাবেশ। এর অংশ হিসেবেই ছিল গতকালের জনসভাটি।

বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘এখানে ওদের গুন্ডামি করা চলবে না। কারণ, গুন্ডাদের এই বাংলায় ঠাঁই হবে না। এখন টাকা ছড়িয়ে বিজেপি হিন্দি-বাঙালি করছে? বাঙালিদের বিরুদ্ধে অবাঙালিদের বলছে ওদের ভোট দেবেন না। ওরা বাঙালি-অবাঙালি ভাগ করছে। এটা আমরা মানি না।’

মমতা বলেন, ‘অবাঙালিরা আমাদের অতিথি। তাঁদের বাংলায় থাকতে গেলে বাংলার সংস্কৃতি মানতে হবে। এখানে অপরাধী হয়ে দাদাগিরি করবেন না। বাংলায় অপরাধীদের জায়গা নেই। এই বাংলা মনীষীদের জায়গা।’

মমতা আরও বলেছেন, ‘বিজেপির খুন, সন্ত্রাস ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বাংলাকে আমরা গুজরাট বানাতে দেব না। যদিও গুজরাটের মানুষকে আমি ভালোবাসি।’
পশ্চিমবঙ্গের বারাকপুর লোকসভা আসনে এবার জিতেছেন তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং। অর্জুন সিং বিজেপির টিকিটে দাঁড়িয়ে হারিয়ে দিয়েছেন তৃণমূলের প্রার্থী সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদিকে। এই আসনেরই অন্তর্গত কাঁচরাপাড়া। আসনটিতে রয়েছে প্রচুর অবাঙালির বাস। রয়েছে বহু শিল্পপ্রতিষ্ঠান। অর্জুন সিং অবাঙালি। শুধু তা–ই নয়, এই এলাকার ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনেও তৃণমূল প্রার্থী মদন মিত্রকে হারিয়ে দিয়েছেন অর্জুনপুত্র পবন কুমার সিং।
এসব কারণে মমতা খেপে আছেন অর্জুনের ওপর। এবার কাঁচরাপাড়ায় কর্মিসভা করতে এসে প্রকারান্তরে হুঁশিয়ারি দিলেন মমতা অর্জুন সিংকেই।
মমতা এ দিন তৃণমূল ত্যাগ করা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়কে উদ্দেশ্য করে বলেন, ‘আমি গাদ্দারকে বিশ্বাস করেছিলাম। দোষ আমার। আমি তাঁদের কথা অবিশ্বাস করতে পারিনি। এ জন্য আমি এখন ক্ষমাও চাইতে পারি।’
মমতা এ দিন ইভিএমে ভোট নেওয়ার কঠোর সমালোচনা করে বলেন, ‘আগামী ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে আমরা ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোটদানের দাবি নিয়ে আন্দোলন শুরু করব।’
মমতা এ দিন কর্মীদের উদ্দেশে বলেন, ‘চাবুকের মতো লড়াই করতে হবে। বিজেপি ১০টা কালো পতাকা দেখালে ওদের আপনারা ১০টা কালো ছাতা দেখাবেন।’ বলেন, ‘আমি যখন চুরি ধরব, তখন ওরা অন্য দলে যাবেন।’ তিনি এ সময় তাঁদের উদ্দেশে বলেন, ‘সাত দিনের মধ্যে তাঁরা অন্য দলে চলে যাক। দল শুদ্ধ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *