এরশাদের মৃত্যুতে জাপার রাজনীতি শেষ হয়নি: ওবায়দুল কাদের

এরশাদের মৃত্যুতে জাতীয় পার্টির রাজনীতি শেষ হয়ে যায়নি। জিএম কাদেরের নেতৃত্বে জাপা শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু ও জাতীয় পার্টির রাজনীতি নিয়ে অবান্তর মন্তব্য করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

অপরদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা একডেমির আলোচনা সভায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে আছে, এ নিয়ে সরকার কোনো রাজনীতি করছে না।

অন্যদিকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বিষয়ে সরকার কাউকে ছাড় দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *