স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: সম্প্রতি গাজীপুরের মনোরম লোকেশনে শুটিং সম্পন্ন হলো দারা খানের ‘ওগো প্রিয়জন’ গানের মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন এমদাদ সুমন, সুর করেছেন মাসুম, সঙ্গীত পরিচালনায় ছিলেন জনি। গানটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল আনান খান ও দোলন, সাথে ছিলেন নবাগত সোহেল তাজ। গানটির শিল্পী দারা খান বলেন, অনেক দিন থেকেই স্বপ্ন ছিলো এমদাদ ভাইয়ের কথায় কাজ করার। এই গানটির মধ্য দিয়ে আমার সেই স্বপ্ন পুরন হয়েছে। গানটির গল্প অনেক সুন্দর, মনের মাঝে দাগ কাটার মত। আশা করি দর্শক শ্রোতাদের গানটি ভালো লাগবে। এমদাদ সুমন বলেন, দারা খানের গায়কী চমৎকার। সে অনেক ভালো কাজ করছে এই গানটি দারা খানের ক্যারিয়ারে ইতিবাচক ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস আমি ওর উত্তরোত্তর সফলতা কামনা করি।