লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মডেল প্রিয়াঙ্কা জামান !

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান।  গেল ২৪ সেপ্টেম্বর রাতে ফেসবুকে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার কী হয়েছে আমি নিজেও জানি না। বাট কিছু একটা তো হয়েছে।

’সেই ছবিটিও ছিল হাসপাতালের দৃশ্যের। এরপর ২৬ সেপ্টেম্বর গুরুতর অবস্থায় তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। তখন জানানো হয়, প্রিয়াঙ্কা জামানের রক্তে মারাত্মক সংক্রমণ হয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে পরদিন প্রিয়াঙ্কা জামানকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ ৩০  সেপ্টেম্বর খোঁজ নিয়ে জানা গেছে, এই মডেলকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। কৃত্রিম উপায়ে অক্সিজেন দেয়া হচ্ছে। হার্ট মাত্র ৩০ ভাগ কাজ করছে। প্রিয়াঙ্কা জামানের রক্তে মারাত্মক সংক্রমণ হয়েছে । 

এ ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ মোটামুটি কাজ করছে। হাসপাতালের চিকিৎসকদের মতে, এটা খুবই জটিল অবস্থা। যেহেতু তার বয়স কম, তাই কিছুটা আশা দেখছেন তারা। তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রিয়াঙ্কা জামানের বড় বোন জেরিন জামান বলেন, ‘সবাই আমার বোনের জন্য দোয়া করবেন।’
স্বদেশ নিউজ এর এডিটর আরজে সাইমুর রহমান দিল্লী থেকে প্রিয়াঙ্কা জামান এর বড় বোন লিজা জামান এর সাথে কথা বলে সর্ব শেষ অবস্থা  সম্পর্কে খোজ নেন ।
প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভিতে ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন। এরপর আড়ং ও আরএফএলসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিল বোর্ডের মডেল হন তিনি। কিছু নাটকেও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন ফ্যাশন শোতেও তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *