আজ ফেসবুক গ্রুপ “গসিপ কিংডম” এর গ্রান্ড মিটআপ পার্টি

আজ ১৫ নভেম্বর ২০১৯ রোজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “গসিপ কিংডম” গ্রুপ এর গ্রান্ড মিটআপ পার্টি। “গসিপ কিংডম” এডমিন অনন্যা ও ডোনা জানান অনুষ্ঠান চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মিটআপ এ থাকছে- ওয়েলকাম ড্যান্স, কেক কাটিং, ড্যান্স, বেস্ট লুক গিফট, একটিব মেম্বার গিফট, র‌্যাম্প শো, লাঞ্চ, ৫ বিকাশকারী গিফট, আনলিমিটেড ফটোসেশন, র‍্যাফেল গিফট। সবশেষে থাকছে মন মাতানো ডিজে শো। অনুষ্ঠানে গেস্ট হিসেবে উপস্থিত থাকছেন জনপ্রিয় সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আরজে সাইমুর রহমান (চেয়ারম্যান, রেডিও স্বদেশ, স্বদেশ টিভি। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার থাকছে স্বদেশ নিউজ২৪.কম, রেডিও স্বদেশ ও স্বদেশ.টিভি।

এডমিন এডমিন অনন্যা ও ডোনা সিটি নিউজকে আরো জানান- “গসিপ কিংডম” যেহেতু কমবাইন্ড গ্রুপ তাই এই মিলন মেলায় অনেক নারী উদ্যোক্তাদের পাশাপাশি পুরুষ উদ্যোক্তারা উপস্থিত থাকবেন। আমাদের গ্রুপের মেম্বার, স্পন্সরদের সহযোগীতা ছাড়া এই মিলন মেলা আয়োজন করা সম্ভব হতো না। আমরা আশা করছি ১৫ নভেম্বর এই মহা মিলন মেলা স্মরনীয় ও সফল হবে। এতে আগামীতে আরো নতুন উদ্যোক্তারা অনুপ্রানিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *