মধ্যরাতে ডেকে নিয়ে পুলিশের ‘সোর্সকে’ পিটিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের এক ‘সোর্স’কে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার মধ্যরাতে পিটুনির শিকার হওয়ার পর আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার নাম মুরাদ (৩০)। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজিজ, মিল্টন, মিন্টু, সোহেল নামে পূর্বপরিচিত কয়েকজন রাত সাড়ে ১১টার দিকে মুরাদকে ডেকে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা মুরাদকে বেধড়ক পিটুনি দেয়।

ছাড়া পাওয়ার পর মুরাদ বাসায় চলে যান। কিন্তু অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে মশিউর রহমান বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *