এ বছরের ১৪ই এপ্রিল পর্যন্ত টানা চার মাসেরও বেশি সময় কনসার্ট নিয়ে ব্যস্ত থাকবেন নগর বাউল জেমস। আগামীকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্ট দিয়ে শুরু হচ্ছে এ তারকার কনসার্ট মৌসুম। এছাড়া ৮ই ডিসেম্বর বিপিএল’র মঞ্চে গাইবেন তিনি। এই সময়টায় দেশের অনেক শহরে মঞ্চ মাতাবেন জেমস। এর মধ্যে ১৩ই ডিসেম্বর ঢাকা, ২৬শে ডিসেম্বর
নওগাঁ, ২৭শে ডিসেম্বর রাজশাহীতে শোনা যাবে তার গান। ২১শে ফেব্রুয়ারি এ তারকা গাইবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ কনসার্টে। মার্চে গাইবেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে। এছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে কনসার্ট করবেন তিনি। জেমস ও ‘নগর বাউল’-এর ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, প্রতিবছরই এ মৌসুমে দেশজুড়ে কনসার্ট করে থাকেন জেমস ভাই।
এবার টানা চার মাসেরও বেশি সময় স্টেজে থাকবেন তিনি। সেজন্য নিজেকে প্রস্তুতও রেখেছেন। ভক্ত-শ্রোতাদের সঙ্গে এই সময়টা তিনি বেশ উপভোগ করবেন আশা করি।