কি বলবেন আজ মোদি!

ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে আজ র‌্যালিতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ভারতজুড়ে যখন প্রতিবাদ, বিক্ষোভ চলছে তখন তার এই ভাষণের দিকে তাকিয়ে আছে সবাই। দেশের উত্তেজনাময় সময়ে তিনি কি বলবেন তা জানতে আগ্রহী সবাই। বলা হচ্ছে, তিনি এই আইন নিয়ে কথা বলতে পারেন। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ বলছে, স্থানীয় সময় আজ সকাল সাড়ে এগারটার দিকে তার বক্তব্য রাখার শিডিউল রয়েছে। এতে তিনি নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে বক্তব্য রাখতে পারেন এবং আরো একবার তার দেশের মুসলিমদের আশ্বস্ত করতে পারেন যে, নতুন এই আইনে তাদের কোনো ক্ষতি হবে না। কারো নাগরিকত্ব কেড়ে নেয়ার জন্য এই আইন করা হয় নি। বিজেপির সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদির এই র‌্যালিতে ভারতের বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লাখ মানুষের সমাবেশ ঘটবে।

নিরাপত্তা নিয়ে শনিবার সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা বৈঠক করেছেন। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতে সমাজবিরোধীরা রাজধানীতে প্রবেশ করে র‌্যালিতে বিঘ্ন ঘটাতে না পারে।
শুক্রবার জি মিডিয়া রিপোর্ট করে যে, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গ্রুপগুলো নয়া দিল্লিতে প্রবেশ করে প্রধানমন্ত্রী মোদির র‌্যালিকে টার্গেট করতে পারে। শুক্রবার গোয়েন্দা তথ্যে বলা হয়, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গ্রুপ জৈশ ই মোহাম্মদ র‌্যালি চলাকালে হামলার পরিকল্পনা করেছে। এর প্রেক্ষিতে স্পেশাল প্রটেকশন গ্রুপ এবং দিল্লি পুলিশকে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। স্পেশাল প্রটেকশন গ্রুপ এবং দিল্লি পুলিশ উভয়েই রামলীলা ময়দানের নিরাপত্তার জন্য দায়বদ্ধ। আজকের এই র‌্যালিতে উপস্থিত থাকার কথা বিজেপির মুখ্যমন্ত্রীদের, কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের। মোদির নিরাপত্তার জন্য ব্লু বুকের নির্দেশনা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *