মাদক, চাঁদা, সন্ত্রাসমুক্ত ও এলাকার উন্নয়নে কাজ করবেন কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান জুয়েল

সম্পাদনায়-আরজে সাইমুর: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০শে জানুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১শে ডিসেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ২রা জানুয়ারি হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড আওয়ামি লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জমান জুয়েল জানান-আমি দলের জন্য সবসময় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। যদি দল নমিনেশন দেয় ও এলাকাবাসী নির্বাচিত করলে আধুনিক কমিউনিটি সেন্টার, ওয়াকওয়ে, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা প্রশস্ত করা, কমিউনিটি ক্লিনিক এবং অবশিষ্ট কাঁচা সড়কগুলোর কাজ করব। তরুনদের নিয়ে পাশাপাশি ওয়ার্ডকে মাদকমুক্ত, চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত করা থাকবে আমার প্রধান কাজ। তিনি আরো বলেন নির্বাচনের আগে অনেকে ওয়াদা দিয়ে ওয়াদা পূরন করে না, কিন্তু আমি খিলগাঁও মডেল কলেজে ছাত্র সাংসদে থাকালীন যেসব ওয়াদা করেছিলাম সব পূরন করেছি এবং খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের মালিক সমিতির বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে সকল ওয়াদা পূরন করেছি। পাশাপাশি খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসেবে ৫ বছরে সকল মসুল্লীর কাছে ওয়াদা ছিল মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন করা তাও আমি পূরন করেছি। আমি ওয়ার্ডের সকল নাগরিকে মৌলিক অধিকার ও মৌলিক চাহিদা এলাকার নাগরিকদের সম্পৃক্ত রেখে কাজ করে যাবো এবং আমার সকল ওয়াদা ও লক্ষ্য বাস্তবায়ন করাই থাকবে আমার প্রধান কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *