‘এখনই কিছু জানাতে চাই না’

সিনেমা হলের সঙ্গে সঙ্গে বর্তমানে ঢালিউডে হিট সিনেমার সংখ্যাও কমেছে। ২০১৯ সালের হিট সিনেমার তালিকার দিকে তাকালে তা স্পষ্ট বোঝা যায়। ২০১৯ সালে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির পর ‘নোলক’ ছবিটি ছিল আলোচনায়। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ববি। এদিকে কলকাতায়ও সম্প্রতি ববি অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। নাম ‘রক্তমুখী নীলা’। এবারই প্রথম পশ্চিমবঙ্গের প্রোডাকশনে নায়িকা হিসেবে ববি অভিনয় করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, দর্শকের ভালোলাগার জন্যই ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার চেষ্টা করি।
‘রক্তমুখী নীলা’ ঠিক তেমন গল্পের একটি সিনেমা। কলকাতায় ছবিটি ভালো ব্যবসা করছে। এই সংবাদ আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার। এ ছবিতে আমার বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করেছেন। ছবির পরিচালক জয়দ্বীপ মুখার্জি শিগগিরই বাংলাদেশে আসবেন। বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে। এদিকে অভিনীত ও প্রযোজিত ‘বিজলী’ ছবির পর নতুন সিনেমার কাজও শুরু করার কথা রয়েছে ববির। নতুন এ সিনেমাটি ববি প্রযোজনা করবেন কি? জবাবে নায়িকা বলেন, বেশকিছু সিনেমা নিয়ে কথা চলছে। সব ঠিক থাকলে নতুন সিনেমা দিয়ে বছর শুরু করবো। ঢাকা ও অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। দর্শক প্রতিনিয়ত নতুন কিছু চান। আমি সামনে তেমনই একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। এ বিষয়ে এখনই কিছু জানাতে চাই না। তবে সবমিলে বছরটি ভালোই ছিল আমার জন্য। ববির মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে- ইফতেখার চৌধুরীর ‘খোঁজ দ্য সার্চ’, ‘বিজলী’, ‘ওয়ান ওয়ে’ ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’, রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, বদিউল আলম খোকনের ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজা বাবু’, মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’, অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’, শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’ এবং ভারতের রাজা চন্দের ‘বেপরোয়া’। এছাড়া ববি নাফিস, তানিম রহমান অংশু ও ইফতেখার চৌধুরীর নির্দেশনাতেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা পান। কিছুদিন আগে ডিএ তায়েবের বিপরীতে ‘আমার মা’ নামের ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেন এ পর্দাকন্যা। এসব কাজের বাইরে বাংলাদেশে তার অভিনীত আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘বৃদ্ধাশ্রম’। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ববি বলেন, এ সিনেমার গল্পটি আলাদা ধরনের। আর কোনো সিনেমা করার আগে আমি প্রথমে দেখি ছবির গল্পটা মৌলিক না কপি-পেস্ট ধরনের। মৌলিক গল্পের ছবিতে দর্শকরা ভিন্নতা খুঁজে পায়। তাই এ ধরনের গল্পের ছবিতে আকৃষ্টও হয় তারা। মৌলিক গল্পের ছবিতে কাজ করতে চাই আমি। ববি নতুন কাজ নিয়ে প্রতিনিয়ত ভাবছেন। তিনি নতুন কাজের বিষয়ে আরো বলেন, আবার কলকাতার নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। নাম ঠিক হয়নি এ ছবির। এ ছবিটিও জয়দীপ মুখার্জি পরিচালনা করবেন। প্রযোজনা করবে অমলাদিত্য ফিল্মস। আগের গল্পটি ছিল থ্রিলার। এবারের গল্প ভিন্ন ধাঁচের। নতুন একজন নায়ককে আমার বিপরীতে নেয়ার কথা চলছে। নতুন বছরের শুরুতে সবকিছু জানাবো। তবে এটুকু বলছি, দেশীয় প্রোডাকশন বা ওপার বাংলার সিনেমা যেটাই ফাইনাল হোক, নতুনত্ব থাকবে আমার নতুন ছবিতে। আর আমাকে ভিন্ন লুকে ‘বিজলী’-তে দেখার পর দর্শকরা বেশ উৎসাহ দিয়েছেন। দর্শকের ভালোবাসার কথা মাথায় রেখে সামনের কাজগুলো নিয়ে ভাবছি। সামনের প্রতিটি ছবিতে কাহিনীর পাশাপাশি লুকেও পরিবর্তন থাকবে আমার। ভালো বাজেটের ও উন্নত প্রযুুক্তির সিনেমা দর্শকরা সামনে দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *