নতুন গানে বছর শুরু

নতুন বছরের শুরুতেই নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘লাল টিপ’ শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে তার। গানটিতে তার সহশিল্পী জেমি ইয়াসমীন। এ গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। আর সুর করেছেন শ্রী প্রীতম ও সংগীত করেছেন জে কে মজলিশ। বরাবরের মতো এ গানের ভিডিওতে পারফর্ম করেছেন আসিফ আকবর নিজেই। একঝাঁক নৃত্যশিল্পী নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটিতে মডেল হিসেবে আরো রয়েছেন সুপ্ত ও জারা।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, নতুন বছরের প্রথমেই ‘লাল টিপ’ শিরোনামের গানটি প্রকাশ হলো। সব মিলিয়ে বেশ সুন্দর কথা-সুরের একটি গান। আমার বিশ্বাস এটি ভালো লাগবে সবার। এদিকে গত বছর আসিফ আকবরের ১০১ টি গান প্রকাশ হয়েছে। এটি ছিল গত বছর কোনো শিল্পীর প্রকাশিত সবচাইতে বেশি গান। এরমধ্যে বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। আর চলতি বছর প্রকাশের জন্য এরইমধ্যে তৈরি হয়ে আছে কয়েক ডজন গান। এ বছর জুড়েও নতুন নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হবেন এ সংগীত তারকা। এরমধ্যে কয়েকটি গানের মিউজিক ভিডিওতে আসিফ নিজেই পারফর্ম করেছেন। এ বিষয়ে আসিফ বলেন, গতবছর একশ’ ত্রিশটা গান গাওয়ার কথা থাকলেও গেয়েছি একশ’ একটা। তবে এই নিয়ে অনুতাপ নেই। বছরব্যাপী মিউজিক ভিডিও’র ব্যস্ততা আর বছর শেষে ‘গহীনের গান’ সিনেমা নিয়ে প্রচার প্রচারনায় সময় দেয়ায় এই বিপত্তি ঘটেছে। আমাদের সংগীত জগতে মৃত্যুর মিছিল যেন থামছেই না, তাই যথাসম্ভব অনেক বেশি গান রেকর্ড করে যেতে চাই। আমি না থাকলেও যেন গান থেকে যায়, পরে সময় থাকলে শুনে নেবেন শ্রোতারা। কেউ ভিউ বিষয়ক চাপ নেবেন না প্লিজ। চটুল ধারার গান প্রযোজকদের ব্যবসায়িক কারণে পছন্দ বেশি। ইন্ডাস্ট্রি বিশটা বছর ধরে রেখেছি নিজের বুদ্ধি, পরিশ্রম ও মেধায়, সঙ্গে ছিলেন একঝাঁক কুশলী। যেখানে অর্থনীতির ব্যাপার সেখানে অন্য কিছু চলে না। তবুও চেষ্টা করেছি সুন্দর কথা সুরের গান করতে। চলতি বছরও সেটাই করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *