শনিবার রাতে অন্যরকম সময় কাটালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পথশিশুদের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন তিনি। মুম্বইয়ের বান্দ্রায় ঘটেছে এ ঘটনা। ২০২০ সালের শুরু থেকেই দীপিকা নানা শিরোনামে। ‘ছপাক’ ছবির প্রচারণা নিয়ে শুরু থেকেই ব্যস্ত তিনি। জন্মদিনও কেটেছে ব্যস্ততায়। ‘ছপাক’ মুক্তির পর কিছুটা ব্যস্ততা কমায় বান্দ্রার
একটি ক্যাফেতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বের হওয়ার পর পথশিশুরা ঘিরে ধরে তাকে।
দীপিকাও বেশ আনন্দ নিয়ে তাদের সঙ্গে সময় কাটান। এ সময়ে শিশুরা জড়িয়ে ধরে এ অভিনেত্রীকে। পাপারাজ্জিরাও মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। ইনস্টাগ্রামে পথশিশুদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে দীপিকা ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের আনন্দ।’ ভক্তদের প্রশংসায় ভাসছে তার কমেন্ট বক্স। এদিকে শুক্রবার ভারতের ১৭০০ পর্দায় মুক্তি পেয়েছে ‘ছপাক’। ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করে সাড়ে ৪ কোটি রুপি। ছবিতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার।