স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা চীন থেকে আসছে তাদের প্রত্যেককে কঠোর পরীক্ষা নীরিক্ষার মধ্য দিয়ে বিমানবন্দর ত্যাগ করতে দেয়া হচ্ছে। চীন থেকে যেসব শিক্ষার্থীরা এসেছে তারা সবাই সুস্থ রয়েছে।
সচিবালয়ে নিজ দপ্তরে রোববার এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এখন চীনা নাগরিকরা যেন না যায়, সেই সাথে নতুন করে কোনো চীনা নাগরিক না আসে; সে বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেন, ৩১২ জন শিক্ষার্থীকে এরই মধ্যে চীন থেকে আনা হয়েছে। প্রাথমিকভাবে ৮ জনের সর্দি-জ্বর ছিল। তারা এখন সবাই সুস্থ। তবে সবাইকে ক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
এসময় ক্যাম্পে আত্মীয়-স্বজনদের না আসার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।