ফেসবুকে বন্ধুর প্রেমিকার ছবি পোস্ট করাকে কেন্দ্র করে ময়মনসিংহে ছুরিকাঘাতে কাওসার মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাওসার সদরের চুরখাই এলাকার এইচএস হৃদয় আদর্শ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিলো। সে উইনারপাড় গ্রামের মুক্তা মিয়ার ছেলে।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে চুরখাই এলাকার নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে বন্ধুদের সঙ্গে বাক-বিতন্ডার জেরে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে মনোমালিন্য এবং ধস্তাধস্তি হয়। এ সময় মোবাইল ফোন ভেঙে যায়। ওই ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।