ভারতের তামিলনাড়ুতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি কন্টেইনারবাহী ট্রাকের সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। দেশটির পুলিশ জানিয়েছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এ ঘটনা ঘটে।
রাজ্যের পরিবহনমন্ত্রী একে সাসেন্দ্রন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৫০-এর অধিক যাত্রী ছিল। যাত্রীবাহী বাসটি বেঙ্গালুরু থেকে এর্নাকুলাম যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। অন্যদিকে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন বলেও জানিয়েছে পুলিশ।
Leave a Reply