আজ অমর ২১শে ফেব্রুয়ারি

রায়হান কবির, নিজস্ব প্রতিবেদকঃ আজ  অমর ২১ শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। সারাবিশ্বে এই দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলে রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা। এসব শহীদের রক্তে মায়ের ভাষার অধিকার আদায় হয়েছিল সেদিন। বাঙালি জাতিসত্তা বিকাশের এ সংগ্রাম পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।

একুশের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে শহীদ মিনারে ফুল দেন। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। সকলের কণ্ঠে বাজছে একুশের অমর শোকসঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।

স্বদেশ পরিবারের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান সহ স্বদেশ নিউজ২৪ডট কমের সাংবাদিকরা শহীদ বেদিতে পুস্পস্তকব অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *