স্বদেশ নিউজ24, স্বদেশ টিভি ও সাইফান কন্সট্রাকশন এর যৌথ উদ্যেগে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সম্প্রতি রাজধানীর মিরপুর,খিলগাও এ নিম্ন আয়ের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্বদেশ টিভির চেয়ারম্যান ও স্বদেশ নিউজ24 এর সম্পাদক আরজে সাইমুর রহমান, সাইফান কন্সট্রাকশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আফসানা, মুন্না, আপন প্রমুখ।
মাস্ক ও লিফলেট বিতরণের সময় আরজে সাইমুর বলেন, আমাদের সমাজের অনেক বিত্তবান মানুষ আছে আছে যারা চাইলেই দেশের এ দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পারি। সকল বিত্তবান মানুষদের আহ্বান জানাই দেশের এ সংকট নিরসনের লক্ষ্যে নিম্ন আয়ের মানুষদের পাশে থাকার জন্য ।
আসুন আমরা সবাই নিজের সমাজকে করোনামুক্ত রাখি, ঘরে থাকি আর সুস্থ ও নিরাপদ থাকি,
প্রশাসনের কর্মকর্তারা আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছি, আপনারা একটু সচেতনতাই পারে আমাদের করোনা মুক্ত রাখতে। আর যারা দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করছে তাদের বিষয়ে থানায় অবহিত করুন থানা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আসুন আমরা সবাই নিজের সমাজকে করোনামুক্ত রাখি।