করোনার প্রাদুর্ভাবে গত আড়াই মাস ধরে স্থবির অবস্থা বিরাজ করছে। এরইমধ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটিও তুলে নেয়া হয়েছে। শোবিজ অঙ্গনের অনেকেই কাজে ফিরছেন। সিনেমা ও নাটকের শুটিংও শুরু হয়েছে। কিন্তু আপাতত কাজে ফিরতে চান না চলতি সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি বলেন, আমি আরো সময় নিতে চাই। এই অবস্থায় কাজ শুরু করবো না। পরবর্তীতেও বেছে কাজ করবো।
তবে অবশ্যই নিরাপত্তা থাকতে হবে। এই সময়ে কাজ করাটা আসলেই রিস্কি। এদিকে কোয়ারেন্টিনে থাকা বিষয়ে হিমি বলেন, একদমই বাসা বন্দি রয়েছি এখন। তবে কোয়ারেন্টিন লাইফটা খুব বোরিং। তারপরও এই সময়ে ভালো থাকার চেষ্টা করছি। এতদিন অনলাইনে ক্লাস করেছি। গান প্র্যাকটিস করছি। বিড়ালের সঙ্গে খেলি। আর ওয়ার্কআউট করি। তবে শুটিংটা খুব মিস করি। বুঝিনি অভিনয়টা এত মিস করবো। সর্বশেষ অ্যাপলবক্স এর একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। অভিনয়ের পাশাপাশি গান করার ইচ্ছে কি আছে সামনে? হিমি উত্তরে বলেন, আসলে সংগীতশিল্পী হবারই পরিকল্পনা ছিলো, যখন ছায়ানট ও কচিকাচায় শিখতাম। ইচ্ছে আছে ভবিষ্যতে গান নিয়ে কিছু করার। এদিকে এরইমধ্যে বঙ্গবন্ধুর বায়োপিকেও কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে হিমির। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। ছবিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া হিমি। এ বিষয়ে তিনি বলেন, এটা সত্যি অনেক বড় একটি প্রজেক্ট। বলা চলে স্বপ্নের একটি কাজ হতে যাচ্ছে। আমি এই নিয়ে পড়াশোনাও করছি প্রচুর। তবে করোনার কারণে সব কাজই পেন্ডিং হয়ে গেছে। আশা করছি পরিস্থিতি ঠিক হলে কাজ শুরু করবো। চলতি পরিস্থিতি নিয়ে হিমি বলেন, এই অবস্থার অবসান হোক সেটা খুব করে চাই। কারণ আমরা আসলে কেউই ভালো নেই। দোয়া করছি যেন এ অবস্থা থেকে আমরা সবাই পরিত্রান পেতে পারি ও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি।