কুকুরের তাড়া খেয়ে কুয়োয় পতন, ৬ সপ্তাহ পর উদ্ধার

কুকুরের তাড়া খেয়ে দৌড় দিয়েছিলেন। দৌড়ানোর মধ্যেই পড়ে গিয়েছিলেন ৪ মিটার গভীর কুয়োয়। খুব গভীর না হওয়ায় নিজ থেকেই উঠে আসতে পারতেন হয়তো। কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে নিজের পা-ও ভেঙে গেল। টানা ছয়দিন আটকে ছিলেন সেখানেই। এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির এক গ্রামে। ঘটনার ভুক্তভোগী একজন বৃটিশ নাগরিক জ্যাকব রবার্টস (২৯)।

বৃটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রবার্টস যে কুয়োয় পড়েছিলেন সেটিতে খুব একটা পানি ছিল না।

কিন্তু নিজের পা ভেঙে যাওয়ায় সেখান থেকে নড়তে পারছিলেন না তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়োর নিচে অল্প পরিমাণে পানি ছিল। সে পানির জন্যই এতদিন বেঁচে থাকতে পেরেছেন তিনি। অবশেষে পতনের শনিবার, পতনের ষষ্ঠ দিন স্থানীয় এক গ্রামবাসী কুয়োর কাছাকাছি এক জায়গায় গরু চড়াতে গিয়ে তার চিৎকার শুনতে পায়। ওই ব্যক্তি পরে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দিলে রবার্টসকে উদ্ধার করা হয়।

দক্ষিণ কুতা পুলিশ প্রধান ইউসাক অগাস্তিনাস সুয়াই বলেন, রবার্টসকে দেখতে শুকনো লাগছিল। তিনি আহত ছিলেন। স্থানীয় তল্লাশি ও উদ্ধার বিষয়ক সংস্থা বাসারনাস বালির প্রধান গেদে দারমাদা বলেন, রবার্টসকে একটি স্ট্রেচারে করে কুয়ো থেকে বের করে আনা হয়। তাকে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পেকাতু গ্রামটি বালির জনপ্রিয় পর্যটন স্থান নুসা দুয়ার নিকটে অবস্থিত। তবে রবার্টস সেখানকার বাসিন্দা নাকি পর্যটক তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *