ক্রিকেটভিত্তিক সিনেমাতেই বেশি নাম কুড়িয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। ‘কাই পো চে’তে এক তরুণ ক্রিকেটারের কোচ ঈশান ভট্টের ভূমিকায় ছিলেন তিনি। এরপর ‘মহেন্দ্র সিং ধোনি–দ্য আনটোল্ড স্টোরি’তে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। মাত্র ৩৪ বছর বয়সে এই বলিউড অভিনেতার আত্মহত্যা মেনে নিতে কষ্টই হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। এমনকি পোড়াচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদেরও। শোয়েব আখতার, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিকরা শোক প্রকাশ করেছেন। ওয়াহাব তো শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন, ‘বলার ভাষা হারিয়ে ফেলেছি। সুশান্তের খবর শুনে আমি বিস্মিত।
তার পরিবার ও বন্ধুদের সহানুভূতি জানাচ্ছি।’
ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার স্বামী ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক লিখেছেন, ‘সুশান্তের আত্মহত্যার খবর আমাকে বিচলিত করেছে। জীবন দীর্ঘ সুন্দর একটা ইনিংস। মাত্র ৩৪ বছর মারা যাওয়ার বয়স হতে পারে না। তোমার আত্মা যেন শান্তি পায় সুশান্ত সিং রাজপুত! অনেক আগেই বিদায় নিলে।’
সাবেক পেসার শোয়েব আখতার আফসোস করে বলেছেন, ‘ওর মতো একটা অসাধারণ জীবনের প্রদীপ নিভে গেল। মহেন্দ্র সিং ধোনির জীবনকে পর্দায় অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিল। আমি তা দেখেছি। কঠোর পরিশ্রমী যুবক ছিল সে।’