স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য নিউ নরমাল’

কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীনের ‘মরার আকাল’ ছোট গল্প অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য নিউ নরমাল’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

করোনাকালের জীবন নিয়ে নির্মিত দ্য নিউ নরমালের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। আর এটির মূল চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও বিপাশা কবির। নতুন এই কাজ প্রসঙ্গে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন ‘করোনাকালীন সময়ে সারা বিশ্বের মানুষ তাদের জীবনকে নতুন সাধারণ নিয়মে অভ্যস্ত করেছেন এবং এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।
আর এই চলচ্চিত্রে সেই বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে।’
চিত্রনায়ক সাঞ্জু জন বলেন, ‘অন্যরকম সময়ের অন্যরকম একটি গল্পে কাজ করলাম।’ অন্যদিকে বিপাশা কবির বলেন, ‘কোভিড টাইমের অন্যরকম জার্নির দেখা মিলবে এই গল্পে।’
রাহুল সরকারের চিত্রগ্রহণে স্বল্পদৈর্ঘ্যটির অনান্য চরিত্রে অভিনয় করেছেন আশিক সরকার, বাদল শহীদ, আনোয়ার, সোহাগ বিশ্বাস। খুব শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মে কাজটি মুক্তি পাবে বলে জানান পরিচালক সোহেল রানা বয়াতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *