নায়ক জসিমকে হারানোর ২২ বছর

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতিমান অভিনেতা জসিম উদ্দিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী। দিনটি স্মরণ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধা নিবেদন করছেন।

অভিনেতা জসিমের জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৭৩ থেকে তার অভিনয় জীবন শুরু। খলনায়কের চরিত্র দিয়ে অভিনয়ে আসেন তিনি। ‘দেবর’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ‘দোস্ত দুশমন’ ছবির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।

একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্য আছে- স্বামী কেন আসামি, লাল গোলাপ, ‘ভালোবাসার ঘর, রংবাজ, তুফান, রাজা বাবু ইত্যাদি।

দর্শকনন্দিত এই নায়ক ১৯৯৮ সালের আজকের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *